rakib7665 Trainer 2 years ago |
বিক্রম বাবা মা এর এক মাত্র সন্তান। বাবা কেরানীর চাকরি করতেন, বাবার চাকরী থাকাকালীন বাবা মারা যান কিন্তু মা পড়াশোনা জানতেন না তাই কাজটা পাননি অন্য দিকে বিক্রম সবে উচ্চ মাধ্যমিক দেবে তখন তার 18 বছর হয় নি তার মানে সে নাবালক তাই ওকেও কাজটা দিল না । বাবার পেনসনে টাকায় কোনো মতে সংসার চলে। বিক্রম টিউশনি পড়িয়ে নিজের পড়াশোনা চালিয়ে নেয়। এই ভাবে বিএ কমপ্লিট করে বিক্রম ।এর পর একটা কোম্পানিতে চাকরী জোগাড় করে নেয় । বিক্রমরা গ্রামে থাকে, তবে আগেকার মতো প্রত্যন্ত গ্রাম না, ওদের গ্রাম এখন আগের থেকে অনেক আধুনিক। বিক্রম এর মা অঞ্জলি দেবী পড়াশোনা তো জানেই না তার সাথে একটু চালাক চতুর ও নয়, একেবারে সেকেলে মানুষ। তাই বাবা মারা যাওয়ার পর থেকে বাইরের সব কিছু বিক্রমকেই সামলাতে হয়েছে। অঞ্জলি দেবী সেকেলে হলেও গোড়া নয়, বিক্রম নতুন কিছু করতে চাইলে তাকে বাধা দেয় না কোনো দিন। বিক্রম নিজের পছন্দের মেয়ে কে বিয়ে করতে চায়, তাতে অঞ্জলি দেবী কোনো আপত্তি নেই , ছেলে সুখেই তার সুখ, তার জীবনে ছেলেই একমাত্র সম্বল তাই ছেলে যেন ভালো থাকে সেই কামনা করে সব সময়। অঞ্জলি দেবীর মনটা খুব সরল কিন্তু সমস্যা এক জায়গায় তিনি এখনো সেকেলে ধরনের মানুষ রয়ে গেছেন , এর জন্য প্রতিবেশী, আত্মীয় রা অনেকেই অনেক কথা বলে কিন্তু তিনি কারো কথায় কিছু মনে করেন না, গায়ে মেখে নেয়।
Alert message goes here